reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০১৯

ঢাকায় হবে দাবা বিশ্বকাপের বাছাই

মার্চে ঢাকায় বিশ্বকাপ দাবার বাছাই হতে যাচ্ছে। ২০০৩ এবং ২০০৭ সালের পর আবার বাংলাদেশে বিশ্বকাপ দাবার আঞ্চলিক বাছাই হতে যাচ্ছে। এখানে সাফের সাত দেশের মধ্যে ভারত ছাড়া বাদবাকি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান অংশগ্রহণ করবে।

আঞ্চলিক বাছাই হতে পুরুষ চ্যাম্পিয়ন একজন এবং নারী চ্যাম্পিয়ন একজন বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পাবেন। এবার সেপ্টেম্বরে রাশিয়ায় হবে বিশ্বকাপ দাবা। বিশ্বকাপ দাবার গত আসরে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব খেলেছিলেন। রাকিব বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন।

তবে ঢাকায় যে দুই বার আঞ্চলিক বাছাইয়ের আসর বসেছিল সেখানে বাংলাদেশের সুযোগ হয়নি। কারণ তখন ভারতের অংশগ্রহণ ছিল। এবার ভারত না থাকায় বাংলাদেশের জন্য কিছুটা সহজ বলে মনে করছে দাবা ফেডারেশন।

দুই বছর পর পর দাবা বিশ্বকাপ হয়। বিশ্বকাপ দাবায় পুরুষদের গ্রুপে ১২৮ জন এবং নারী দাবাড়ু ৬৪ জন। এদের মধ্যে এশিয়া থেকে ১৯ জন খেলার সুযোগ পায়। যার মধ্যে ৯ জন বিভিন্ন জোন থেকে এবং বাকি ১০ জন এশিয়ান কন্টিনেন্টাল দাবা থেকে খেলার সুযোগ পায়। ঢাকায় বিশ্বকাপের আঞ্চলিক বাছাই ১৪ মার্চ শুরু হয়ে ৯ দিন খেলা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপের বাছাই,ঢাকা,দাবা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close