reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০১৯

বিপিএলে সর্বোচ্চ স্কোর চিটাগংয়ের

চার-ছক্কার ঝিলিক দেখল বিপিএল দর্শক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে এবারের বিপিএলের সর্বোচ্চ স্কোর গড়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা করে ২১৪ রানের বিশাল পাহাড়। ইয়াসির আলী (৫৪), মুশফিক (৫২) এবং দাসুন শানাকা(৪২)’র দানবীয় ব্যাটিং চিটাগংকে এই বড় স্কোর গড়তে সহায়তা করে। শেষদিকে মাত্র ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন শানাকা।

খুলনা টাইটান্স বনাম চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে বিপিএলের ৬ষ্ঠ আসরের সিলেট পর্ব। শেষ ম্যাচে চিটাগং ব্যাটসম্যানরা দেখালেন ব্যাটিং ঝলক। মুশফিক-ইয়াসিরের হাফ সেঞ্চুরি আর দাসুন শানাকার ক্যামিওতে এই রান। চলতি বিপিএলে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এবং অবশ্যই প্রথম দুইশ ছাড়ানো স্কোর।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় চিটাগং ভাইকিংস। ডেলপোর্টকে (১৩) ওয়াইজের তালুবন্দি করেন শরিফুল। ১৭ বলে ৩ চার ৩ ছক্কায় ৩৩ করা অপর ওপেনার মোহাম্মদ শাহজাদকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাইজুল। এরপর ইয়াসির আলীকে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন অধিনায়ক মুশফিক। ওয়াইজের বলে ৩৬ বলে ৫৪ করা ইয়াসির আলী উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে ৮২ রানের জুটি।

১৭তম ওভারে লঙ্কান গতিদানব মালিঙ্গাকে পরপর তিন বাউন্ডারি হাঁকিয়ে ২৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। মি. ডিপেন্ডেবলের ৩৩ বলে ৮ চার ১ ছক্কায় গড়া ৫২ রানের ইনিংসটি থামে ওয়াইজের বলে শরিফুলের তালুবন্দি হয়ে। শেষদিকে ধামাকা দেখালেন লঙ্কান ব্যাটসম্যান দাসুন শানাকা। তাকে দারুণ সঙ্গ দিলেন নজিবুল্লাহ জারদান। শুভাশীষের শেষ ওভারে দুজন নিলেন ২৩ রান। ১৭ বলে ৩ চার ৪ ছক্কায় অপরাজিত ৪২* রানের ঝড় তুললেন শানাকা। আর জারদান অপরাজিত রইলেন ৫ বলে ২ চার ১ ছক্কায় ১৬* রানে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রানের পাহাড় গড়ে চিটাগং ভাইকিংস।

আজ দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এই ম্যাচেই বিপিএল অভিষেক হয়ে গেল প্রোটিয়া হার্ডহিটার এবিডি ভিলিয়ার্সের।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিটাগং ব্যাটসম্যান,তাণ্ডব,বিপিএল সর্বোচ্চ স্কোর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close