reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৯

জুনায়েদের ব্যাটে খুলনার রানের পাহাড়

জাতীয় দলে একটা সময় বেশ কদর ছিল জুনায়েদ সিদ্দিকীর। প্রতিভার ঝলক দেখিয়েই জায়গা করে নিয়েছিলেন দলে। কিন্তু সময়ের আবর্তে সেই মানুষটিই হয়ে পড়েছেন অপাংক্তেয়। প্রায় ছয় বছর জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবারের বিপিএলে চমক দেখাচ্ছেন।

প্রতি ম্যাচেই হাসছে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট। এখন পর্যন্ত ছয় ম্যাচে একবারও দুই অংকের নিচে আউট হননি। চলতি টুর্নামেন্টে সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তিনি। ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে উঠা জুনায়েদের বিধ্বংসী এক ইনিংসে ভর করেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ গড়েছে খুলনা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম অমি। দ্বিতীয় উইকেটে আল আমিনকে নিয়ে ৭১ রানের জুটিতে সে ধাক্কা কাটিয়ে উঠেন জুনায়েদ।

১৯ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় আল আমিনও খেলেন ৩২ রানের এক ঝড়ো ইনিংস। তাকে বোল্ড করেন শহীদ আফ্রিদি। পরের ওভারে এসে ভয়ংকর হয়ে উঠতে থাকা মাহমুদউল্লাহকেও (৯ বলে ২ ছক্কায় ১৬ রান) একইভাবে বোল্ড করেন পাকিস্তানি অলরাউন্ডার।

তারপরও দলকে এগিয়ে নিচ্ছিলেন জুনায়েদ। ১৬তম ওভারে এসে দুর্ভাগ্যজনক রানআউটে কাটা পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪১ বলে ৪টি করে চার ছক্কায় ৭০ রান করেন তিনি। এরপর ডেভিড মালানের ২৫ বলে ২৯ আর আরিফুল হকের ৯ বলে ১ ছক্কায় গড়া ১৩ রানের ছোট দুই ইনিংসে ১৮১ পর্যন্ত যেতে পেরেছে খুলনা।

শহীদ আফ্রিদি ৪ ওভারে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ৩৫ রান। ২ উইকেট নেয়া ওয়াহাব রিয়াজেরও খরচা ৩৪ রান।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জুনায়েদ,খুলনা,রানের পাহাড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close