reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০১৯

অধিনায়কে চমক, ফিল্ডিংয়ে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পঞ্চম দিনে এসে চমক দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। এ আসরের অধিনায়ক স্টিভ স্মিথ ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাওয়াতে চমকে দিয়ে অধিনায়ক ঘোষণা করা হয় ইমরুল কায়েসকে। যদিও অনেকে ভেবেছিলেন তামিমের হাতেই উঠবে অধিনায়কের আর্মব্যান্ড।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

কুমিল্লা ভিক্টোরিয়ানস তামিম ইকবাল, এভিন লুইস, লিয়াম ডসন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), শোয়েব মালিক, শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহিদ।

রাজশাহী কিংস মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, ফজলে রাব্বি, লরি ইভেনস, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, ইসুরু উদানা, আরাফাত সানি, কাইস আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অধিনায়ক,চমক,ফিল্ডিং,কুমিল্লা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close