reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০১৯

৯ ম্যাচ পর হারলো বার্সেলোনা

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হঠাৎ​ ছন্দপতন ঘটল বার্সেলোনার! উজ্জীবিত লেভান্তের মাঠে চেনা ছন্দে দেখা মেলেনি স্প্যানিশ কোপা ডেল রের গেল চার আসরের চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার রাতে লেভান্তের মাঠে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হেরে গেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে বল দখলে বার্সেলোনা অনেকটা এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পেয়ে এগিয়েও যায় লেভান্তে। হেডে গোলটি করেন উরুগুয়ের ডিফেন্ডার এরিক কাবাকো।

এরপর ম্যাচের অষ্টাদশ মিনিটে টানা চারবারের চ্যাম্পিয়নদের হতবাক করে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বোরহা মায়োরাল। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ডাচ গোলরক্ষক ইয়াসপের সিলেসেনকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড। দুই মিনিট পরেই প্রথমার্ধে নিজেদের সেরা সুযোগটি কাজে লাগাতে না পারায় দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৮৫তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমিয়ে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগিয়েছিলেন ফিলিপে কৌতিনিয়ো। কিন্তু শেষ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটিকে।

ঘুরে দাঁড়িয়ে শেষ আটে ওঠার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার কাম্প নউয়ে ফিরতি পর্বে মাঠে নামবে বার্সা। ওই ম্যাচে ২-০ ব্যবধানে জিতলেই কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে কাতালানরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বার্সেলোনা,হার,কোপা দেল রে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close