reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০১৯

আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মাশরাফি-সাকিব

বিদেশি তারকাদের দ্বৈরথ শেষে এবার অপেক্ষা দেশীয় দুই তারকার দ্বৈরথ দেখার। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে মাশরাফির রংপুর রাইডার্স আর সাকিবের ঢাকা ডায়নামাইটস।

এর আগে গত আসরে তিনবারের দেখায় দুই ম্যাচেই ঢাকাকে হারিয়েছিল রংপুর। বছর ঘুরে আজ আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে জয় পেলে ঢাকা পৌঁছে যাবে সমান সমীকরণে।

এই ম্যাচটা হতে পারে মিরপুরের ফাঁকা গ্যালারি বদলে যাওয়ার ম্যাচ। আজ শুক্রবার ছুটির দিনে জমজমাট একটা ম্যাচ দেখার প্রত্যাশা ঢাকা ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজনের।

যদিও জমজমাট লড়াইয়ে একটাই বাধা লো-স্কোরিং। ঢাকার উইকেট যে টি-টোয়েন্টির জন্য কঠিন সেটা সহজেই স্বীকার করে নেন রংপুর রাইডার্সের তারকা ব্যাটসম্যান রাইলি রুশো।

রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ : ক্রিস গেইল, মেহেদী মারুফ, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

ঢাকা ডায়নামাইটস : সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেল হোসেন।

টিভিতে আজকের খেলা—

বিপিএল

রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস

সরাসরি, দুপুর ২টা;

মাছরাঙা ও গাজী টিভি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস

সরাসরি, সন্ধ্যা ৭টা;

মাছরাঙা ও গাজী টিভি।

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

একমাত্র টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা;

স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান

তৃতীয় টেস্ট, প্রথম দিন

সরাসরি, দুপুর ২টা;

সনি ইএসপিএন।

বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ

অ্যাডিলেড স্ট্রাইকার্স-মেলবোর্ন স্টার্স

সরাসরি, দুপুর ২টা;

সনি সিক্স।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইভোল্টেজ ম্যাচ,রংপুর রাইডার্স,বিপিএল,মাশরাফি,সাকিব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close