reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৯

খুলনাকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

ঢাকা ডায়নামাইটসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে খুলনা টাইটানস। ঢাকার দেওয়া ১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে ১০০ রানও করতে পারেননি মাহমুদুল্লাহর শিস্যরা।

ইনিংসের ৭ ওভার বাকি থাকতেই ৮৭ রানের মাথায় সবকটি উইকেট হারায় খুলনা। প্রথম ম্যাচে ৮ রানে ও আজকের ম্যাচে ১০৫ রানে হেরে বিপিএলের ৬ষ্ঠ আসর বাজেভাবে শুরু করেছে দলটি।

এদিকে টানা ২ ম্যাচেই বিশাল জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ম্যাচে রাজশাহীকে ৮৩ রানে হারিয়ে এ আসরে শুভসূচনা করেন সাকিবরা। দ্বিতীয় ম্যাচে খুলনাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে সাবেক চ্যাম্পিয়নরা।

ঢাকার দেওয়া টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে খুলনা। প্রথমেই স্টার্লিংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ৬০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েন মাহমুদুল্লাহরা। বাকি ২৭ রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পণ করে দলটি।

খুলনাকে গুড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন অধিনায়ক সাকিব নিজেই। ৩ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

এর আগে টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নেমেই ঝড় তোলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান নারাইন ও জাজাই। ব্যাটকে তলোয়ার বানিয়ে আলি খান-শরিফুলদের কচুকাটা করে ছাড়েন তারা। তাতে উল্কার গতিতে ছুটে ঢাকা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯২ রান করতে সক্ষম হয় সাকিবের দল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা ডায়নামাইটস,খুলনা টাইটানস,বিপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close