reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০১৯

ঢাকা ডায়নামাইটসের বড় জয়

বড় জয় দিয়ে বিপিএলের আসর শুরু করলো ঢাকা ডায়নামাইটস। ১৯০ রানের লক্ষ্য নিয়ে ঢাকা ডায়নামাইটসদের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহীর কিংসরা। ৮৩ রানের বড় জয় পেয়েছে ঢাকা।

বিপিএলের উদ্বোধনী দিনের দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় কিংস অধিনায়ক।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নেমেই উড়ন্ত শুরু করে ঢাকা। ১০ ওভারের মধ্যে কোন উইকেট না হারিয়ে শতরান পূর্ণ করে। এরপর নারিন এবং জাজাই আউট হলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রাজশাহী। ঢাকার ১১৬ থেকে ১২৪ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয়। কিন্তু পরে আন্দে রাসেল এবং শুভাগত বড় সংগহ এনে দেন দলকে। শুভাগত ১৪ বলে করেন ৩৮ রান। এছাড়া রাসেল ১৯ বলে ২১ রান করেন।

জাজাইয়ের ৭৮ রান এবং পরে নারিন-শুভাগতর ৩৮ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে সাকিবের দল।

১৯০ রানের লক্ষ্য টপকাতে গিয়ে যেন দিশেহারা হয়ে পড়ে রাজশাহী কিংসের ব্যাটসম্যানরা। ওপেনার মোহাম্মদ হাফিজের ২৮ বলে ২৯ রান ছাড়া বাকি নয় ব্যাটসম্যানের কেউই পার করতে পারেননি দশ রানের কোটা।

রুবেল হোসেনের ৩ উইকেট, মোহর শেখের ২ উইকেট আর ১টি করে উইকেট নেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান ও কাইরন পোলার্ড।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা ডায়নামাইটস,রাজশাহী কিংস,বিপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close