reporterঅনলাইন ডেস্ক
  ০১ জানুয়ারি, ২০১৯

ক্রিকেটে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শ্রীলঙ্কা

বিশ্বক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে চিহ্নিত করেছে। এমন তথ্য প্রকাশ করলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো।

তিনি বলেন, শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসনের উপর থেকে নীচ পুরোটা দুনীর্তিগ্রস্ত। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় গোপন রিপোর্টে এই তথ্য রয়েছে বলে জানান ফার্নান্দো।

ফার্নান্দো বলেন, দুনীর্তিতে শ্রীলঙ্কা এক নম্বর স্থানে থাকাটা খুবই লজ্জার বিষয়। আইসিসি থেকে আমাকে বলা হয়েছে, শুধু ক্রিকেট জুয়াড়িরাই নয় আন্ডারওয়ার্ল্ডও যুক্ত আছে এখানে। আরও বলা হয়েছে, খেলোয়াড়দের চেয়ে বোর্ড ও ক্রিকেট সংস্থা বেশি জড়িত দুর্নীতে।

শ্রীলঙ্কার ক্রিকেটের উপর কড়াও নজর রাখে আইসিসি দুনীর্তি দমন শাখা। গেল বছর সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়াকে বিপক্ষে ম্যাচ গড়াপেটার তথ্য গোপনের অভিযোগ আনে আইসিসি দুর্নীতি দমন শাখা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্নীতি,আইসিসি,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close