reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৮

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুপুর ১টায় ম্যাচটি শুরু। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

মাইলফলক ছুঁলেন মাশরাফি : ওয়ানডেতে হাবিবুল বাশার সুমন বাংলাদেশকে সর্বোচ্চ ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আজ মঙ্গলবার মাশরাফি মিরপুরে টস করতে নামার মধ্য দিয়ে ছুঁয়ে ফেললেন হাবিবুলকে। ৬৮ ওয়ানডেতে মাশরাফির জয় ৩৯টি। ৬৯ ম্যাচে হাবিবুলের জয় ২৯টি।

পঞ্চপাণ্ডবের একশ : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তারা মাঠে নামলেন একসঙ্গে। এই ম্যাচের মধ্য দিয়ে একসঙ্গে একশ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়লেন তারা। তাদের অংশগ্রহণে ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪৭টি, হেরেছে ৪৮টি। ফলাফল আসেনি ৪ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে ‘পাঁচক’-র কীর্তি খুব বেশি নেই। এর আগে ৬৪ ‘পাঁচক’ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশে এবারই প্রথম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কিরণ পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, দেব্রেন্দ্র বিশু, কেমু পল, কেমার রোচ ও ওশানে থমাস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাশরাফি,বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ,টস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close