reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০১৮

আজহার-শফিকের সেঞ্চুরিতেই রক্ষা পাকিস্তানের

আবুধাবি টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের পক্ষে সেঞ্চুরি করেছেন আজহার আলি ও আসাদ শফিক। এই দুজনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেটে ২৬ রান তোলে নিউজিল্যান্ড। পাকিস্তানের চেয়ে এখনো ৪৮ রানে পিছিয়ে তারা।

আগের দিনের ৩ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ৩৪৮ রান করতে পারে দলটি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৭৪ রান।

আজহার ৬২ ও আসাদ ২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। আজহার তোলে নেন ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। আসাদ শফিক পান টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে দুজনে গড়েছেন ২০১ রানের জুটি।

তবে আজহার-আসাদ জুটি পতনের পর ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। ৫ উইকেটে ৩০৪ থেকে ৩৪৮ রানে শেষ হয় দলটির ইনিংস। কিউই অভিষিক্ত বোলার উইলিয়াম সামারভিলে নিয়েছেন সর্বাধিক ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ১ রানেই হারিয়ে ফেলে ওপেনার রাভালকে। শাহিন শাহ আফ্রিদি ফেরান তাকে। এরপর দলীয় ২৪ রানে লাথামকে ফিরিয়ে দেন ইয়াসির শাহ।

নাইটওয়াচ ম্যাচ সামারভিলেকে নিয়ে বৃহস্পতিবার নতুন দিনের খেলা শুরু করবেন কেন উইলিয়ামসন। ১৪ রানে অপরাজিত তিনি। ১ রানে অপরাজিত সামারভিলে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজহার-শফিক,সেঞ্চুরি,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close