reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০১৮

ব্যালন ডি’অর জিতলেন মদ্রিচ

শেষ পাঁচবারের চারটিতেই ব্যালন ডিঅ’র ওঠেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। সময়ের সেরা দুই ফুটবলার রোনালদো ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মিলেই নিয়েছেন ১০টি ব্যালন ডি অ’র পুরস্কার। এবার সেখানে ভাগ বসালেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারের বিজয়ী হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়। ছেলেদের ব্যালন ডিঅ’রের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৩০ ফুটবলারের নাম। যার মধ্যে ১১ জন ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের। ছিলেন মেসি-রোনালদোও।

১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল ছেলেদের সেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। যেখানে যুক্ত হচ্ছে মেয়েদের ভার্সনও। ২০০৭ সালের পর থেকে শেষ ১০ বার ব্যালন ডিঅ’র পেয়েছেন মেসি ও রোনালদো। সমান পাঁচবার করে। সেখানে এবার যুক্ত হলো ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের নাম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্যালন ডি’অর,লুকা মদ্রিচ,বর্ষসেরা ফুটবলার,মিডফিল্ডার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close