reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০১৮

সাদমানের অভিষেক, কিপিংয়ে লিটন

আঙুলের চোটের কারণে ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের কিপিং করা নিয়ে সংশয় ছিল। বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছিল লিটন দাসকে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন তিনিই। ব্যাটসম্যান হিসেবে খেলছেন মুশফিক। এই টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের।

চট্টগ্রাম টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে মিরপুরে অন্তত ড্র করতে হবে স্বাগতিকদের। তবে জয়েই চোখ স্বাগতিকদের। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, অবশ্যই আমরা জেতার জন্য খেলব। যদি ওই রকম কোনো পরিস্থিতি আসে যেখানে হয়তো ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটা চেষ্টা করা যেতে পারে। তবে প্রথম লক্ষ্য অবশ্যই জেতার জন্য খেলা।

ঢাকা টেস্টে চার স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলামের সঙ্গে আছেন অধিনায়ক সাকিব।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম।

উইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরান পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, সুনিল আমব্রিস, রস্টন চেজ, শেন ডাউরিচ (উইকেটরক্ষক), শারমন লেবিস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিষেক,সাদমান ইসলাম,ঢাকা টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close