reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৮

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আগামী বছরের ৫ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এই আসর সামনে রেখে বেশ আগে থেকেই দল গোছানো শুরু করেছে সাত ফ্র্যাঞ্চাইজি। গত ২৮ অক্টোবর প্লেয়ার ড্রাফট দিয়ে পুরোপুরিভাবে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার বিপিএলের ষষ্ঠ আসরের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএল তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। শুরু হবে ঢাকা থেকে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের ১৪টি ম্যাচের পর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ।

সিলেট পর্ব শেষে ২১ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। সেখানে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ। ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে। ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ানে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিপিএলের চূড়ান্ত সূচি

শুক্রবারের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ দুপুর সাড়ে ১২টায় ও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটা ২০ মিনিটে। প্রত্যেকটি দল ছয়টি করে ডে এবং ছয়টি করে নাইট ম্যাচ খেলবে।

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএলের ষষ্ঠ আসর। ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিপিএলের ষষ্ঠ আসরের সম্ভাব্য সূচিও নির্ধারণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সূচিতে।

অক্টোবরের পরিবর্তে বিপিএলের ষষ্ঠ আসরটি অনুষ্ঠিত হচ্ছে ২০১৯ সালের জানুয়ারিতে। আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের ষষ্ঠ আসরের।

বিপিএল ষষ্ঠ আসরের পূর্ণাঙ্গ সূচি-

ঢাকা পর্ব, প্রথম ধাপ (৫-১৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

তারিখ প্রতিপক্ষ

০৫.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম চিটাগাং ভাইকিংস

০৫.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস

০৬.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স

০৬.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স

০৮.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স

০৮.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স

০৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম চিটাগাং ভাইকিংস

০৯.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস

১১.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স

১১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস

১২.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স

১২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স

১৩.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

১৩.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেট পর্ব, দ্বিতীয় ধাপ (১৫-১৯ জানুয়ারি), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

১৫.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস

১৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৬.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস

১৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

১৮.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস

১৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

১৯.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স

ঢাকা পর্ব, তৃতীয় ধাপ (২১-২৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস

২১.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগাং ভাইকিংস

২২.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স

২২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৩.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহী কিংস

২৩.০১.২০৯ খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্স

চট্টগ্রাম পর্ব, চতুর্থ ধাপ (২৫-৩০ জানুয়ারি), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

২৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস

২৫.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স

২৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটান্স

২৬.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহী কিংস

২৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৮.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স

২৯.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৯.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

৩০.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস

৩০.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস

ঢাকা পর্ব, শেষ ধাপ (১- ৮ ফেব্রুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

০১.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

০১.০২.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স

০২.০২.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স

০২.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স

০৪.০২.২০১৯ এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় দল বনাম চতুর্থ দল)

০৪.০২.২০১৯ কোয়ালিফায়ার ১ (পয়েন্ট টেবিলের শীর্ষ দল বনাম দ্বিতীয়-স্থানে থাকা দল)

০৬.০২.২০১৯ কোয়ালিফায়ার ২ (কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী

০৮.০২.২০১৯ ফাইনাল (কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী)

০৯.০২.২০১৯ রিজার্ভ ডে (ফাইনাল)

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,পূণাঙ্গ সূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close