reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৮

মুমিনুলের ফিফটি

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আউট ইমরুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমরুল কায়েসের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে আসেন সৌম্য সরকার। যদিও ম্যাচের তৃতীয় বলেই রানের খাতা না খুলে বিদায় হন বাম-হাতি এই ব্যাটসম্যান। কিমার রোচের বলে উইকেটকিপার শেন ডওরিচের হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য।

প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠেন ইমরুল-মুমিনুল। ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী মুমিনুল হক। মাত্র ৭৫ বল ৫৫ রানে ক্রিজে রয়েছেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ইমরুল আউট হন ৪৪ রানে। ২৬ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান।

বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাঞ্চ বিরতি,বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ,মুমিনুল হক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close