reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৮

লিড বাড়ছে বাংলাদেশের

ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ

জিম্বাবুয়ের সামনে দ্রুত সময়ে বড় টার্গেট ছুড়ে দেওয়ার মিশনে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। ২৫ রানে হারিয়েছে ৪ উইকেট। মধ্যাহ্ন বিরতির আগে মাহমুদউল্লাহ বাহিনীর সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান। লিড হয়েছে ২৯৬ রানের। মোহাম্মদ মিঠুন ৩৪ রানে এবং মাহমদুউল্লাহ রিয়াদ অপরাজিত আছেন ২৪ রানে।

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ফলোঅন করায়নি বাংলাদেশ। ২১৮ রানের বড় লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহর দল। কিন্তু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৩ রান করে জার্ভিসের বলে মাভুতার তালুবন্দি হন ইমরুল কায়েস। অপর ওপেনার লিটন দাসও নিজেকে ধরে রাখতে পারেননি। জার্ভিসের বলেই বোল্ড হয়ে ফিরেছেন ৬ রান করে।

এই বিপদের মাঝে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক (১) ভরসা দিতে পারেননি। ত্রিপানোর বলে ক্যাচ তুলে দিয়েছেন উইকেটকিপার চাকাভার গ্লাভসে। আগের ইনিংষের ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমও ব্যর্থ। ৭ রান করে মি. ডিপেন্ডেবল ত্রিপানোর দ্বিতীয় শিকারে পরিণত হলে ২৫ রানে ৪ উইকেট হারালো বাংলাদেশ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাহমুদউল্লাহ রিয়াদ,বাংলাদেশ ও জিম্বাবুয়ে,লিড,ঢাকা টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close