reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৮

লক্ষ্য পূরণ বাংলাদেশের

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। সেটি সম্ভব হয়েছিল মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহর কল্যাণেই। নিজেদের মধ্যে ৭৩ রানের জুটি গড়ে বড় কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তারা। কিন্তু মধ্যাহ্ন বিরতির পরপরই ব্যক্তিগত ৩৬ রানে ফিরে গেলেন মাহমুদউল্লাহ। জার্ভিসের বলে চাকাভাকে ক্যাচ দিয়ে আউট বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪৪৩। মুশফিক অপরাজিত আছেন ১৮১ রানে। মাহমুদউল্লাহর বিদায়ের পর উইকেটে আসা আরিফুল হককেও ফিরিয়েছেন জার্ভিস। গালিতে তার ক্যাচটি ধরেছেন ব্রায়ান চারি।

টেস্টে নিজের বাজে ফর্মেরই পুনরাবৃত্তি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার আরো একটি টেস্ট ইনিংস গেল ন্যুনতম ফিফটি ছাড়াই। অফ স্টাম্পের বাইরে জার্ভিসের বলটি ক্লান্তিকর ভঙ্গিতে খেলতে গেলেন। ফলশ্রুতিতে ব্যাটের কানা ঘেষে বল চলে যায় উইকেটরক্ষক চাকাভার গ্লাভসে। আরিফুল বলটি কাট করতে চেয়েছিলেন। কিন্তু ওপরের কানায় লেগে বল চলে যায় সোজা গালিতে চারির হাতে। মুশফিককে এখন সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি একটু মেরেই খেলছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও জিম্বাবুয়ে,মিরপুর টেস্ট,মুশফিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close