reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৮

ঢাকা টেস্ট

লড়ছেন মুশফিক-মুমিনুল

মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ব্যাটে সওয়ার এখন বাংলাদেশ দল। মাত্র ২৬ রানে তিন উইকেট হারিয়ে ধুকছিল টাইগাররা। ধুকতে থাকা দলকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ দুজন। সেই চেষ্টায় এখনো পর্যন্ত সফলভাবেই এগুচ্ছেন তারা। জুটিতে তাদের দেড়শো রান পূর্ণ হয়েছে।

রোববার সকালে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে নামার পরপরই দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এরপর দলীয় স্কোরে মাত্র ৩ রান যোগ হওয়ার পরই জার্ভিসের বলে ব্রেন্ডন মাভুতার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ লিটন দাস (৯)। সফলতার দেখা পাননি অভিষেক হওয়া মোহাম্মদ মিঠুনও। ত্রিপানোর বলে ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ দেয়ার আগে ব্যক্তিগত রানের খাতা শূন্যই থেকে গেছে। এরপর চতুর্থ উইকেটে জুটি বাঁধেন মুমিনুল-মুশফিক।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় হতাশার অধ্যায়। দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে এখন ভীষণ চাপে বাংলাদেশ। আর তাতেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা স্বাগতিকদের। সিরিজ হার এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুশফিক,মুমিনুল,বাংলাদেশ ও জিম্বাবুয়ে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close