reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০১৮

অনুশীলনে ফিরলেন সাকিব

আঙুলের চোটের অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে সাকিব আল হাসানের। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীর সিরিজে দলে ফিরতে পারেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফিটনেস ঠিক নেই। তাই অনুশীলন শুরু করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

অনুশীলনে ফিরলেও ব্যাট-বল ধরতে পারেননি সাকিব। হালকা রানিং ও জিম করেছেন। এ বিষয়ে তিনি জানান, আগের চেয়ে হাতের অবস্থার উন্নতি হয়েছে।

উল্লেখ্য, সাকিব ইনজুরিতে পড়েন বছরের শুরুতে। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তিনি চোট পান। ফিট হয়ে আবার ক্রিকেটে ফিরলেও এশিয়া কাপের সময় আবারও তার বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর চিকিৎসা নিতে বিশ্রামে ছিলেন। এখন তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুনর্বাসন,চোট,সাকিব আল হাসান,অনুশীলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close