reporterঅনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর, ২০১৮

তাইজুলের ঘূর্ণিতে জিম্বাবুয়ে তছনছ

২০১৪ সালে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। পরের মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম। এক বছর পর খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট শিকার করেন বাম-হাতি এই স্পিনার। ক্যারিয়ারের ২০ তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন তাইজুল।

সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেও তুলে নিয়েছেন ৬ উইকেট। এতে ২৬ বছর বয়সী এই স্পিনারের টেস্ট ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা দাঁড়াল ৭৫টি।

সাদা পোশাকে চতুর্থবার পাঁচ উইকেট তুলে নেয়ার দিন ৩৯.৩ ওভারে মোট রান খরচ করেছেন ১০৮।

রোববার দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে লাঞ্চের আগেই ২৮২ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ১০৫ বলে ৫২ ও শেন উইলিয়ামস ১৭৩ বলে ৮৮ রান করেন। অন্যদিকে ১৬২ বল খেলে পিটার মুর ৬২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট তুলে নেন নাজমুল ইসলাম অপু। একটি করে উইকেট শিকার করেছেন আবু জায়েদ রাহি ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাইজুল,জিম্বাবুয়ে,তছনছ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close