reporterঅনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর, ২০১৮

শুরুতেই টালমাটাল জিম্বাবুয়ে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিফাস জুয়াওয়ের (০) স্টাম্প উপড়ে দেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারেই আরেক পেসার আবু হায়দার রনির শিকার হন হ্যামিল্টন মাসাকাদজা (২)। জিম্বাবুয়ে অধিনায়কের স্টাম্প উপড়ে দেন রনি। ৬ রানে ২ উইকেট হারিয়ে এখন ধুঁকছে জিম্বাবুয়ে।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ মিশনে বড় পরিবর্তন নিয়েই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। বাইরে চলে গেছেন ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। গত দুই ম্যাচে 'ডাক' মারা ফজলে রাব্বির বাদ পড়াটা অনুমিতই ছিল। বাকি দুজন মুস্তাফিজ আর মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এই তিনজনের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার, আরিফুল হক এবং আবু হায়দার রনি। রাব্বির ব্যর্থতায় অনুমিতভাবেই ৩ নম্বরে ব্যাটিং করবেন সৌম্য। মিরাজের ৮ নম্বর স্থানটিতে নামবেন আরিফুল হক। আর মুস্তাফিজের জায়গায় পেসার রনিকে। অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও এসেছে পরিবর্তন। বাইরে চলে গেছেন চাতারা এবং মাভুতা। তাদের জায়গায় দলে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাইফউদ্দিন,বাংলাদেশ একাদশ,বাংলাদেশ ও জিম্বাবুয়ে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close