reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০১৮

স্পট ফিক্সিংয়ে ১৫ ম্যাচ, তোলপাড় ক্রিকেট বিশ্ব (ভিডিও)

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো শীর্ষ দলের ক্রিকেটাররা স্পট ফিক্সিংয়ের মতো অনৈতিক কাজে জড়িত বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এছাড়া ১৫টি আন্তর্জাতিক ম্যাচে ২৬ বার স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে বলে মনে করে ওই সংবাদমাধ্যমের তদন্তকারী ইউনিট।

প্রতিবেদনে ফিক্সিং করা ম্যাচগুলোর মধ্যে লন্ডনের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ইংল্যান্ড, কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সফরে ইংল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে।

২০১১ থেকে ২০১২ সালের মধ্যে যে ১৫টি ম্যাচে স্পট ফিক্সিং হয়েছিল রোববার সেই জড়িত দেশের তালিকা তুলে ধরেছে আল জাজিরা।

স্পট ফিক্সিংয়ের এ প্রতিবেদন নিয়ে চলছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে ব্যাপক তোলপাড় ও আলোচনা-সমালোচনা।

আল-জাজিরার সন্দেহের তালিকায় রয়েছে বাংলাদেশ-ইংল্যান্ডেরও একটি ম্যাচ। ম্যাচটি ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ দুর্দান্তভাবে জয়ী হয়।

এছাড়া এই ১৫ ম্যাচের মধ্যে বেশির ভাগ ম্যাচই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। প্রায় ১৩টি ম্যাচেই হয় ইংল্যান্ডের নয়তো অস্ট্রেলিয়ার।

আল-জাজিরার সন্দেহের তালিকায় পাকিস্তান ক্রিকেট দলেরও একাধিক ম্যাচ।

আল-জাজিরার সন্দেহের তালিকায় প্রকাশিত ম্যাচগুলো হচ্ছে-

১. অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ওয়ানডে ২১ জানুয়ারি ২০১১

২. অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে, ওয়ানডে (বিশ্বকাপ) ২১ ফেব্রুয়ারি, ২০১১

৩. ইংল্যান্ড-নেদারল্যান্ডস, ওয়ানডে (বিশ্বকাপ) ২২ ফেব্রুয়ারি ২০১১

৪. অস্ট্রেলিয়া-কেনিয়া, ওয়ানডে (বিশ্বকাপ), ১৩ মার্চ ২০১১

৫. ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে (বিশ্বকাপ), ৬ মার্চ, ২০১১

৬. ইংল্যান্ড-বাংলাদেশ, ওয়ানডে (বিশ্বকাপ), ১১ মার্চ ২০১১

৭. ইংল্যান্ড-ভারত, টেস্ট, ২১-২৫ জুলাই ২০১১

৮ .অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, টেস্ট ৯-১১ নভেম্বর ২০১১

৯. অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, টেস্ট, ৯-১২ ডিসেম্বর ২০১১

১০. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ১৭-১৯ জানুয়ারি ২০১২

১১. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ২৫-২৮ জানুয়ারি ২০১২

১২. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ৩-৬ ফেব্রুয়ারি ২০১২

১৩. শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১৮ সেপ্টেম্বর ২০১২

১৪. ইংল্যান্ড-আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২১ সেপ্টেম্বর ২০১২

১৫. দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২৮ সেপ্টেম্বর ২০১২

এর আগে ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিল কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা। গোপন ক্যামেরায় অভিযান চালিয়ে তুলে এনেছিলেন স্পট ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগ।

ভিডিও দেখুন :

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্পট ফিক্সিং,তোলপাড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close