কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৮

‘মাদকমুক্ত কেরাণীগঞ্জ গড়তে খেলাধুলার বিকল্প নেই’

বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, মাদকমুক্ত কেরাণীগঞ্জ গড়তে চাইলে খেলাধুলার বিকল্প নেই। মাদক সবার আগে প্রভাব ফেলে একটি দেশের তরুণ প্রজন্মের ওপর। তরুণ প্রজন্ম মাদকে নিমজ্জিত হলে সেই জাতি ধ্বংসের কবলে পড়বে। তাই যুব সমাজকে সবসময় খেলাধুলার মধ্যে থাকতে হবে।

শুক্রবার বিকেলে উপজেলার কোন্ডা ইউনিয়নের জাজিরা খেলার মাঠে নসরুল হামিদ স্পোর্টস একাডেমি আয়োজিত ‘নসরুল হামিদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

‘মেইড ইন জিনজিরা’ ও ‘কিংস ইলেভেন কোন্ডা’ এ দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় ২-০ গোলে ‘কিংস ইলেভেন কোন্ডা’ বিজয়ী হয়। বিজয়ী দলের হাতে প্রধান অতিথি ট্রফি তুলদেন।

নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক এস এম সেলিম প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদকমুক্ত,কেরাণীগঞ্জ,খেলাধুলা,প্রতিমন্ত্রী নসরুল হামিদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close