reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল ম্যচে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে তাজিকিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যম্পিয়ন হয়েছে ফিলিস্তিন। এই জয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা নিজেদের করে নিল ফিলিস্তিন।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। কিন্তু নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকে। এর ফলে টাইব্রেকারে ফল নির্ধারিত হয়।

টাইব্রেকারে তাজিকিস্তানের তুরসুনভ কমরোন ও তাবরেজি দাভলাতমিরের শট ফিরিয়ে ফিলিস্তিনের জয়ের নায়ক গোলরক্ষক রামি হামাদা। টাইব্রেকারে ফিলিস্তিনের গোল করেন জোনাথন জোরিল্লা, মাহমুদ আলিউইসাত, মুসাব বাতাত ও আব্দুল্লাতিফ আলবাহাদারি।

খেলার শুরু থেকেই সমানতালে খেলেছে দুই দল। সাত মিনিটে বক্সের বাইরে থেকে তাজিকিস্তানের ফরোয়ার্ড জাহাঙ্গীরের শট বারের উপর দিয়ে চলে যায়। এরপর থেকে বেশ কিছুটা সময় আক্রমণের করে তাজিক শিবিরে কাঁপন ধরায় ফিলিস্তিনের খেলোয়াড়রা। কিন্তু নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। শেষ পর্যন্ত গোলশূন্য থাকে দুই দল।

অবশেষে টাইব্রেকারে তাজিকিস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ৫ম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু গোল্ডকাপ,ফিলিস্তিন,তাজিকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close