reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০১৮

মাঠে নামার আগে নেইমারের হুমকি

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ২-৩ হারতে হয়েছে তার দলকে। তবে আজ রাতে রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লড়াইয়ের আগে হুঙ্কার দিয়ে রাখলেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার বলছেন, ‘পিএসজির সেরা ছন্দে আসা এখনো বাকি। শিগগিরিই তা দেখা যেতে পারে।’

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পর অবশ্য ফরাসি লিগে টানা তিনটি ম্যাচে জিতেছে পিএসজি। যে জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আত্মবিশ্বাসে ভরপুর নেইমারও।

চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমি ১০০ শতাংশ ফিট নই। দলের কেউই নেই। মৌসুমের সবে শুরু এখন। আমরা খুব বেশি ম্যাচ কিন্তু এখনো খেলিনি। বিশ্ব ফুটবল সেরা ছন্দে থাকে ফেব্রুয়ারি মার্চ নাগাদ। বড় ম্যাচগুলোতে সেটা বোঝা যায়।’

নিজের ফিটনেস উন্নত করতে যে তিনি অনেক পরিশ্রম করছেন সেটাও জানিয়ে দেন নেইমার। ‘প্রতিটা ম্যাচ, প্রতিটা দিন আমি শারীরিকভাবে আর টেকনিক্যাল দিক থেকে আরো উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি।’

গত বছর মার্চে মারাত্মক চোট পাওয়ায় ক্লাবের হয়ে বাকি মৌসুমে আর নামতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খান। শেষ পর্যন্ত বিশ্বকাপে নামলেও তার দল কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। নেইমার বলেন, ‘আমার চোট পাওয়ার ব্যাপারটা খুব দুঃখের ছিল। বিশ্বকাপ থেকে আমরা যেভাবে ছিটকে যাই সেটাও খুব হতাশার। তবে সেসব এখন অতীত।’

ব্রাজিলীয় তারকার কথাতেই পরিষ্কার, এখন তিনি পুরনো কথা আর মনে রাখতে চান না। ভাবতে চান বর্তমান নিয়ে। তাই ফরাসি লিগে শনিবারের ৩-০ জয়ের পরেই বান্ধবী ব্রুনার সঙ্গে ডিজনিল্যান্ডে সারাদিন কাটিয়েছেন। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চ্যাম্পিয়ন্স লিগ,নেইমার,পিএসজি,হুমকি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close