reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

ফাইনালে খেলছে বাংলাদেশ

ধাওয়ান-রাইডুকে ফেরাল বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা ধরে রাখতে ফাইনাল ম্যাচে ব্যাট করছে ভারত। ৫ম ওভারে এসে ধাওয়ানকে আউট করেন নাজমুল ইসলাম। মাশরাফি বোলিংয়ে নেমেই রাইডুকে আউট করলেন।

এশিয়া কাপের শিরোপা ছিনিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের ওপেনিং জুটি উড়ন্ত সূচনা করে। লিটন দাস ও মেহেদী হাসানের শত রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ।

কিন্ত চ্যালেঞ্জিং স্কোর গড়তে পিছিয়ে পড়ে যায় বাংলাদেশ। অবশেষ ২২২ রানে অলআউট হয়ে গেল টাইগার বাহিনী। দুর্দান্ত শুরুর পরও ৪৮ ওভার ৩ বলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জাসপ্রিত ‍বুমরাহর বলে রুবেল হোসেনের বোল্ড আউটে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এদিকে ২ রান নিয়ে স্ট্রাইক ধরে রাখার চেষ্টায় রান আউট হয়ে ফিরে যান সৌম্য সরকার। এর আগে রান আউট হন নাজমুল ইসলাম অপু। আজকের ফাইনালে ৩ জন ব্যাটসম্যান রানআউট হয়েছেন।

আর স্টাম্পড হয়ে ফিরে যান দলের হয়ে প্রথম শতক করা লিটন দাস। বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলি পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন লিটন। বলে ব্যাটে করতে না পারায় পেছনের পা বেরিয়ে আসে। সুযোগ কাজে লাগিয়ে দ্রুত বেলস ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি।

মাঠে নেমে ছক্কা হাঁকান অধিনায়ক মাশরাফি। কুলদীপের বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মাশরাফি। ব্যাটে বলে করতে পারেননি, বল গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি। ৭ম উইকেট হারায় টাইগাররা। এর আগে দ্রুত ৫ উইকেট হারিয়ে রানের গতি মন্থর হয়ে গেছে বাংলাদেশের। শতরানের উদ্বোধনী জুটি ভাঙার পরই নিয়মিত ৫ উইকেট হারায় টাইগাররা।

লিটন দাসের সেঞ্চুরি

লিটন দাস নিজের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন। ৮৭ বলে ১১ চার ও ২ ছক্কায় শতক করেছেন তিনি।

ছোট শটে রান করতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান মোহাম্মদ মিঠুন। এর পরই কুলদীপ যাদভের বলে ক্যাচ তুলে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। পর পর ৫ টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এদিকে নেমেই জাদভের বলে ক্যাচ তুলে ফিরে যান নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। এর আগে ২১ তম ওভারে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। মেহেদী হাসান মিরাজ ৫৭ বলে ৩২ রান করে আউট হয়েছেন। এরপরই এলিবিতে আউট হয়ে যান ইমরুল কায়েস। তবে ১৮ ওভারে দ্রুত শতক পার করে বাংলাদেশ।

ভারতের ক্যাচ মিস ও লিটনের জীবন

রবীন্দ্র জাদেজার অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপ করে তুলে দিয়েছিলেন ক্যাচ। তবে মিডউইকেটে যুজবেন্দ্র চেহেল অনেক উঁচুতে ওঠা বল মুঠোয় নিতে না পারায় বেঁচে গেছেন লিটন ।

লিটন দাসের হাফ সেঞ্চুরি

ওপেনিংয়ে নেমেই দুর্দান্ত খেলছেন লিটন দাস। মাত্র ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করলেন তিনি। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কা মেরেছেন। দারুণ ব্যাটিং করছেন লিটন দাস।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ব্যাটিং : ৪৮.৩ ওভারে ২২২ (লিটন ১২১, মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিঠুন ২, মাহমুদউল্লাহ ৪, সৌম্য ৩৩, মাশরাফি ৭, নাজমুল ৭, মুস্তাফিজ ২*, রুবেল ০;

ভারত বোলিং : ভুবনেশ্বর ০/৩৩, বুমরাহ ১/৩৯, চেহেল ১/৩১, কুলদীপ ৩/৪৫, জাদেজা ০/৩১, কেদার ২/৪১)

ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।

বলা হচ্ছে, এই স্টেডিয়ামের পিচটি ব্যাটিংয়ের পক্ষে। তাই আগে যে ব্যাট করবে তাদের জন্য এটা ভালো হবে। দু’দেশের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখাচ্ছে মাছরাঙা, গাজী টিভি ও বিটিভি।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

পিডিএসও/হেলাল/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও ভারত,এশিয়া কাপ,বাংলাদেশ একাদশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close