reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

আবারও ব্যর্থ টপ অর্ডার

এশিয়া কাপের এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানেরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার এই বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না লিটন, শান্ত, সাকিবরা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৫ রান যোগ করতেই ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন।

গত ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে যাত্রা শুরু হয় ওপেনিং ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচে ফ্লপ হওয়ার ভার ভারতের বিপক্ষেও নিজেকে চেনাতে ব্যর্থ হন এই ক্রিকেটার। দলে যখন শান্ত ও লিটনকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, তখন দেশ থেকে উড়িয়ে নেয়া হয় সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে।

তবে টপ অর্ডারদের এমন ব্যর্থতা সত্ত্বেও আজও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামানো হয় শান্ত ও লিটনকে। তবে শান্ত ফিরে গেলেও লিটন এখনো ক্রিজে রয়েছেন। হাতে উইকেট রয়েছে ৮টি। বর্তমানে ক্রিজে রয়েছেন লিটন ও মুশফিকুর রহিম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টপ অর্ডার,এশিয়া কাপ,নাজমুল হোসেন শান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close