reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০১৮

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের কাছে হারলো আফগানরা

আরেকটি নতুন ইতিহাস গড়ার প্রান্ত থেকে ফিরে এলো আফগানিস্তান। এশিয়া কাপের রাউন্ড অফ ফোরে পাকিস্তানকে হারিয়েই দিয়েছিল আজগর আফগানের দল। এবারের আসরে প্রথমবারের মতো শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার সুযোগ পেল ক্রিকেট প্রেমীরা। শেষ ওভারে একটি ছক্কা ও চার মেরে দলকে জয় এনে দিলেন শোয়েব মালিক (৪৩ বলে ৫১)। পাকিস্তান জয় পেল ৩ উইকেটে।

শুক্রবার আবুধাবিতে আফগানিস্তানের দেয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ফখর জামানকে হারাতে হয় পাকিস্তানকে। কোনো রান না করে স্পিনার মুজিব উর রহমানের বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। দলকে জয়ের পথ দেখিয়ে দেন ইমাম-উল-হক (১০৪ বলে ৮০) ও বাবর আজম (৯৪ বলে ৬৬)। দ্বিতীয় উইকেটে জুটিতে ৩৩ ওভারে দেড়শ রান তুলে দিয়েছিল।

৩৪ তম ওভারে রশিদ খানের বলে ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে রান আউট হন ইমাম। ১ ওভার পরেই রশিদ খানের বলে স্টাম্পড হন বাবরও। ক্রিজে আসেন শোয়েব মালিক। এরপর হারিস সোহেল (২১ বলে ১৩), অধিনায়ক সরফরাজ (১২ বলে ৮) তুলে দ্রুত ফিরে যান। পাকিস্তানের হাল ধরেন শোয়েব। টেল এন্ডারদের নিয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যানই ৪৩ বলে অপরাজিত ৫১ রানে ইনিংস খেলে তিন উইকেটের জয় এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ২৫৬/৬ (৫০ ওভার)

পাকিস্তান : ২৫৮/৭ (৪৯.৩ ওভার)

ফলাফল : পাকিস্তান তিন উইকেটে জয়ী

ম্যাচ সেরা : শোয়েব মালিক

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান ও আফগানিস্তান,শোয়েব মালিক,এশিয়া কাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close