reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০১৮

হাইভোল্টেজ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে খেলাটি। এটি সুপার ফোরের প্রথম ম্যাচ।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা বোলিং নিচ্ছি। এখানে এর আগে আমরা কয়েকটি ম্যাচ খেলেছি। আমাদের অভিজ্ঞতা বলছে পরে ব্যাটিং করাই শ্রেয় এখানে।

অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইভোল্টেজ ম্যাচ,মাশরাফি,বাংলাদেশ ও ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close