reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ভারতকে ২৮৫ রানেই থামালো হংকং

এশিয়া কাপের হট ফেবারিট, হংকংয়ের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে ভারত। ব্যাটিং শক্তিধর দলটি ক্রিকেটের পুঁচকে হংকংয়ের বিপক্ষে পাহাড়সমান পুঁজি গড়বে বলেই মনে হচ্ছিল। একটা সময় বেশ ভালো অবস্থানেই ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী বাড়লো না পুঁজি। হংকংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানেই থেমেছে রোহিত শর্মার দল।

শেখর ধাওয়ান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ওই সেঞ্চুরিতে ভর করে একটা সময় ২ উইকেটেই ২৪০ রান করে ফেলেছিল ভারত। সেখান থেকে শেষ ৫৬ বলে তারা তুলতে পেরেছে মোটে ৪৫ রান, হাতে ৮টি উইকেট থাকার পরও।

ওপেনার রোহিত শর্মা ২৩ রানে সাজঘরে ফিরলেও আম্বাতি রাইডু তিন নাম্বারে নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন। শেখর ধাওয়ান তো সেঞ্চুরিই করেছেন। তবে ১২০ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলে ধাওয়ান ফেরার পরই যেন মরক লেগে যায় ভারতের ইনিংসে।

মহেন্দ্র সিং ধোনি রানের খাতাই খুলতে পারেননি। দিনেশ কার্তিক ফেরেন ৩৩ রানে। এরপর লোয়ার অর্ডারে ভুবনেশ্বর কুমার (৯), শার্দুল ঠাকুররা (০) দাঁড়াতে পারেননি হংকংয়ের বোলিংয়ের সামনে।

কিনচিত শাহ নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার এহসান খানের। আর একটি করে উইকেট পেয়েছেন এহসান নেওয়াজ আর আইজাজ খান।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,হংকং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close