ইবি প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

ইবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ইবি’র উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে। এরবছর মোট ৩৩টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করছে বলে শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

উদ্বোধনী খেলায় আইন বিভাগ ৪-১ গোলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন খুলনা, যশোর ও ঝিনাইদহ থেকে আগত রেফারী জিল্লুর রহমান, হাবিবুর রহমান, রবিউল ইসলাম ও জামাল হোসেন।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন প্রমুখ।

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান বলেন, ‘ফুটবল একটি জনপ্রিয় খেলা। শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে রয়েছে এর জনপ্রিয়তা। বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের হারানো ইতিহাস ফিরিয়ে আনার চেষ্টা করছেন।’

এসময় তিনি আরো বলেন, ‘আমরা আজ গর্বিত যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় ফুটবল দল এবং ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় আরও এগিয়ে যেতে চাই।’

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,আন্তঃবিভাগ,ফুটবল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close