ফরিদপুর প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ফরিদপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৮ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার দুপুরে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের ফরিদপুরের উপ পরিচালক এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, জেলা ক্রীড়া সংস্থার এএসএম আহসান তুহিন।

উদ্বোধনী খেলায় আলফাডাঙ্গা উপজেলা একাদশ ও সদর উপজেলা একাদশ অংশগ্রহন করে। সদর উপজেলা একাদশ ৩-২ গোলের ব্যাবধানে আলফাডাঙ্গা উপজেলা একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে নয়টি উপজেলা এবং ফরিদপুর পৌরসভা দল অংশ নিচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময়ই খেলাধুলায় পৃষ্টপোষকতা দিয়ে আসছে। আগামীতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close