বেড়া (পাবনা) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

বেড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পাবনার বেড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার সময় স্থানীয় শহিদ আব্দুল খালেক স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ২-৩ গোলে ইউপি ফুটবল একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউপি ফুটবল একাদশ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পাবনা জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার এ আয়োজন করেছে। সরকারের লক্ষ্য এ ধারার মাধ্যমে তৃণমুল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে আনা। খেলাধুলার অভাবে দেশের যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের যুবসমাজের বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তাই খেলাধুলার চর্চার মাধ্যমে যুবসমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালানো হচ্ছে।

এসময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেড়া,পাবনা,বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close