নীলফামারী প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ-মালদ্বীপ আন্তর্জাতিক ক্লাব ফুটবল

ম্যাচের প্রস্তুতি নিয়ে নীলফামারীতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচের পর এবার ২১ সেপ্টেম্বর নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশের ‘বসুন্ধরা কিংস’ এবং মালদ্বীপের ‘নিউ র‌্যাডিয়্যান্ট’ ফুটবল ক্লাব এতে অংশগ্রহণ করবে। ম্যাচ সুষ্ঠভাবে সম্পন্নে আয়োজনের কথা তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

বুধবার দুপুরে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে প্রস্তুতির কথা তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বসুন্ধরা কিংকস’র সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) সদস্য আরিফ হোসেন মুন বলেন, ২৯ আগষ্ট আমরা সফলভাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সম্পন্ন করে আমাদের শক্তি সামর্থ দেখিয়েছি। আমাদের এই ভেন্যুতে আন্তর্জাতিক মানের ম্যাচ অনুষ্ঠিত হওয়া কোন সমস্যাই নয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যাতে সুষ্ঠভাবে ম্যাচটি সম্পন্ন হয়। গতবারের কিছু ত্রুটি চিহিৃত করে এবার আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-মালদ্বীপ,ক্লাব ফুটবল,নীলফামারী,সংবাদ সম্মেলন,প্রস্তুতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close