reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০১৮

টেস্ট র‍্যাঙ্কিং : নিউজিল্যান্ডকে সরিয়ে ইংল্যান্ড চারে

ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার পেল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে সরিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছে জো রুটের দল।

গতকাল মঙ্গলবার ওভালে পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ১১৮ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। সিরিজ শুরুর আগে ৯৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ছিল র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে। সিরিজ থেকে তারা পেয়েছে ৮ পয়েন্ট। ইংলিশদের মোট পয়েন্ট ১০৫।

ইংল্যান্ড এখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। দুই দলেরই পয়েন্ট সমান ১০৬, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা দুইয়ে, অস্ট্রেলিয়া আছে তিনে। পাঁচে থাকা নিউজিল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই, তাদের পয়েন্ট ১০২।

ভারত যথারীতি শীর্ষেই আছে। তবে সিরিজ খোয়ানোর পাশাপাশি তারা হারিয়েছে মূল্যবান ১০ পয়েন্ট। বিরাট কোহলির দল সিরিজ শুরু করেছিল ১২৫ পয়েন্ট নিয়ে, সেটা কমে হয়েছে এখন ১১৫ পয়েন্ট।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেস্ট র‍্যাঙ্কিং,আইসিসি,ইংল্যান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close