reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপ দেখা যাবে যেসব চ্যানেলে

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপের ১৪তম আসর। বাংলাদেশসহ এশিয়ার মোট ৬টি দেশ খেলবে এই টুর্নামেন্টে। মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ দেখা যাবে দেশ-বিদেশের বিভিন্ন টিভি চ্যানেলে।

এই আসরে সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভি ছাড়া বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি টুর্নামেন্টে সবগুলো ম্যাচে সরাসরি সম্প্রচার করবে।

উপমহাদেশের সব দেশের দর্শক ম্যাচগুলো দেখতে পাবেন স্টার স্পোর্টস চ্যানেলে। আর নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দর্শক স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টসে। যুক্তরাজ্যে দর্শক এশিয়া কাপের খেলা দেখতে পাবেন স্কাই স্পোর্টস ক্রিকেটে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। গ্রুপ পর্বের অন্য ম্যাচে ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এশিয়া কাপ,চ্যানেল,সরাসরি সম্প্রচার,দর্শক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close