reporterঅনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

আইপিএল

অধিনায়কত্ব হারালেন বিরাট কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্ব হারালেন বিরাট কোহলি। আইপিএলের পরবর্তী আসরে আরসিবির দলকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ব্যর্থতার শেকল ভেঙে চ্যাম্পিয়ন হতে এবার বদ্ধপরিকর আরসিবি। তাই আসর শুরুর আগে দলে আনছেন অনেক রদবদল। কিছুদিন আগেই আরসিবির প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকেও।

২০১৩ সালে আরসিবির অধিনায়কত্ব পান কোহলি। টানা ছয় আসরে দলকে নেতৃত্ব দেন। কিন্তু কোনো আসরেই শিরোপা এনে দিতে পারেননি। যে কারণে আইপিএলের ১২তম আসরের আগে কোহলিকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিলো ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ।

২০১৩ সালে কোহলির সঙ্গেই জুটি বেঁধেছিলেন ভেট্টোরি। কিন্তু গেল ছয় বছরে দলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেনি কোহলি-ভেট্টোরি জুটি। তাই আগামী আসরের জন্য নতুনভাবে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু,অধিনায়ক,আরসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close