ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

ধুনটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পর্যায়ে প্রতিযোগীতার সমাপনী দিনে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ এরফান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন ও ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান।

এবারের প্রতিযোগীতায় উপজেলা ৪১টি স্কুল, ২৬টি মাদ্রাসা ও ৮টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬টি ইভেন্টে অংশগ্রহন করে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধুনট,গ্রীষ্মকালীন,ক্রীড়া প্রতিযোগীতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close