reporterঅনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট, ২০১৮

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তানের ১৮ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক আজহার আলীর। মূল দল ঘোষণার আগে ২৬ জনের প্রাথমিক দল নিয়ে হয়েছে প্রাথমিক প্রস্তুতি পর্ব।

পাকিস্তান দলের কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ১৮ সদস্যের দল ঘোষণা করেন। এই দলে জায়গা হয়েছে তরুণ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও আজহার আলীর জায়গায় শান মাসুদের।

১৮ সদস্যের দল নিয়ে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব। এশিয়া কাপে পাকিস্তানের গ্রুপে আছে চির প্রতিদ্বন্দ্বী ভারত। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

১৮ সদস্যের দল : ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ওসমান খান শেনওয়ারী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,এশিয়া কাপ,ক্রিকেট,পিসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close