reporterঅনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট, ২০১৮

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক গ্রেফতার!

ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হুগো লরিসকে গ্রেফতার করেছে লন্ডনের পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে শুক্রবার পশ্চিম লন্ডন থেকে তাকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের ৭ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন টটেনহামের ৩১ বছর বয়সী এই অধিনায়ক।

শুক্রবার সতীর্থ ফুটবলার ও বন্ধুদের নিয়ে ডিনার করতে বের হয়েছিলেন লরিস। তার সঙ্গে ছিলেন অলিভার জিরু ও লরেন্ত কোসেলনিও। রাত আড়াইটার দিকে পুলিশ তার গাড়ি সেন্ট্রাল লন্ডনে আটকে দেয়। ওই সময় লরিস পেট্রোল নিচ্ছিলেন। তিনি গাড়িতে একাই ছিলেন। ফরাসি এই গোলরক্ষকের মুখে ব্রেথঅ্যানালাইজারা লাগিয়ে নিশ্চিত হয় পুলিশ, তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন। সেখান থেকেই সোজা তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ডিএনএ এবং আঙুলের ছাপ নেয়া হয়। সকালে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে অপরাধ স্বীকার করে ছাড়া পেয়েছেন তিনি। এই মামলার শাস্তি পরে ঘোষণা করা হবে। এর জন্য পরবর্তীতে শুনানিতে উপস্থিত থাকতে হবে তাকে।

এদিকে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিজের দোষ স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন লরিস। তিনি বলেছেন, ‘আমি মনে প্রাণে আমার পরিবার, ক্লাব, সতীর্থ, টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কারও কাছেই গ্রহণযোগ্য হওয়ার নয়। আমি এর কোন অজুহাত দেবো না এবং এ ঘটনার পুরো দায়িত্ব নিচ্ছি।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফ্রান্স,বিশ্বকাপ জয়ী,অধিনায়ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close