reporterঅনলাইন ডেস্ক
  ২৪ আগস্ট, ২০১৮

শেষ আটের স্বপ্নভঙ্গ

শেষ আটে খেলা হলো না বাংলাদেশের। উত্তর কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এই পরাজয়ের মধ্য দিয়ে জামাল ভূঁইয়াদের এশিয়ান গেমস শেষ হয়ে যায়।

শুক্রবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যায় বাংলাদেশ। খেলার ১৩ মিনিটে গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়া। এরপর ৩৮ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করে কোরিয়ার যুব দলটি।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলে। প্রতিপক্ষের জালে গোল দিতে গিয়ে ৬৯ মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে বাংলাদেশ। এতেই পরাজয় নিশ্চিত হয়ে যায়। খেলার একেবারে শেষ পর্যায়ে গোল করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় বাংলাদেশ।

এর আগে গত রোববার এশিয়ান গেমেসের শক্তিশালী দল কাতারকে হারিয়ে শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশের যুব ফুটবল দল।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেষ আট,স্বপ্নভঙ্গ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close