reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৮

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ

লাইভ : গোলশূণ্য প্রথমার্ধ

প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূণ্য। সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচ। এখনো কোনো পক্ষ গোলের দেখা পায়নি। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে টানা দ্বিতীয় বারেরমতো ফাইনালে বাংলাদেশের কিশোরীরা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফেবারিটের মতোই শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা এবং প্রত্যাশা অনুযায়ী উঠে গেছে ফাইনালে। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ গোলে হারানোর পর নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। এরপর সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে হারিয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে হলে ক্লিক করুন নিচের লিংকে।

mycujoo.tv/video/bhutan-football

এবার ফাইনালে বাংলাদেশের সামনে ভারতের কিশোরীরা। গত আসরে যাদেরকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও ফাইনালে প্রতিপক্ষ সেই ভারত। যাদের সামনে প্রতিশোধের নেশা। আর বাংলাদেশের মেয়েদের সামনে প্রতিজ্ঞা শিরোপা ধরে রাখার। মারিয়া মান্দা, তহুরা, শামছুন্নাহাররা কি পারবে, শিরোপা ধরে রাখতে?

শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর কিছুক্ষণ পরই মাঠে নামছে বাংলাদেশের কিশোরী ফুটবল দল। যদিও জমজমাট এই ফাইনাল ম্যাচটি সরাসরি কোনো টিভিতে দেখা যাচ্ছে না। তবে ভুটান ফুটবল ফেডারেশনের সৌজন্যে সরাসরি দেখা যাচ্ছে অনলাইনে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরাসরি,বাংলাদেশ-ভারত,ফাইনাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close