reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৮

স্বস্তির ড্র বাংলাদেশের

একটা জয় পাওয়াটা চরম প্রাপ্তি হতো বাংলাদেশের। আগের আসরের মতো অন্তত একটি জয় নিয়ে এশিয়ান গেমসে ফুটবল ইভেন্ট শেষ হওয়া নিশ্চিত হতো। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষেই সেই জয়টা ছাতছানি দিয়ে ডাকছিল জেমি ডে’র শিষ্যদের। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মাহবুবুর রহমান সুফিলের গোলে এগিয়েও গেল বাংলাদেশ। কিন্তু ৮০ মিনিটে বাংলাদেশকে সেই গোল ফিরিয়ে দিল থাইল্যান্ড। তাতে শেষ পর্যন্ত আর জয় নিয়ে মাঠ ছাড়া হলো না বাংলাদেশের। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২২ নম্বরে থাকা দলের বিপক্ষে ১৯৪তম স্থানে থাকা বাংলাদেশের ড্র করাটা স্বস্তিই হয়ে থাকল।

এশিয়ান গেমসে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সিবিনংয়ের পাকান সারি স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ। রোববার কাতারের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধা। ওই ম্যাচে জয় পেলে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে নট আউট পর্বে খেলার। যদিও নানা সমীকরণ থাকবে সেখানে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বস্তি,ড্র,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close