reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৮

বাংলাদেশ ও ভুটান সেমিফাইনাল আজ

কিশোরীদের চোখ ফাইনালে

বাংলাদেশের মেয়েদের জয়রথ থামছে না। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে প্রথম পর্ব বিধ্বংসী শুরু করেছিল আঁখি-মারিয়ারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে এবার মারিয়া-শামসুন্নাহারদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

ফুটবলে দেশ দুটির লড়াই এলেই কাঁপুনি ধরে সবার বুকে। তবে অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল বলেই হয় সবাই আশায় বুক বাঁধছে। ভরসা পাচ্ছে। তেমনই আশাজাগানিয়া এক লড়াইয়ে আজ পাহাড়ি দেশটির মেয়েদের মুখোমুখি হবে লাল-সবুজ কিশোরীরা।

লক্ষ্য একটাই—জিতে ফাইনালে যাওয়া। ম্যাচটা সেমিফাইনাল। জিতলে বাংলাদেশ পৌঁছে যাবে শিরোপা ধরে রাখার শেষ মঞ্চে। হারলে স্বপ্নভঙ্গ। দ্বিতীয় বাক্যটি অবশ্য মাথায় আনতে চাইবে না কেউ। কারণ, ভুটানের বিরুদ্ধে মেয়েদের ফুটবলে বাংলাদেশই যে ফেভারিট। খেলা হচ্ছে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে। ভুটানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলার কিশোরীরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ,বাংলাদেশ ও ভুটান,ফুটবল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close