reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০১৮

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি

ফ্লোরিডায় সিরিজ বাঁচানোর লড়াই

প্রথম টি-টোয়েন্টিতে তেমন কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে কাল ফ্লোরিডায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামবে টিম বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্ত প্রতিপক্ষকে হারাতে বেশ কষ্ট করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, চ্যানেল নাইন।

সিরিজের শেষ দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেন্ট কিটস থেকে বাংলাদেশ দল এখন ফ্লোরিডায়। মাঠ বদলেছে, এখন বাংলাদেশের ভাগ্য বদলে কিনা তাই দেখার বিষয়। তবে নতুন ভেন্যুতে নতুন আশা নিয়ে শুরু করতে চায় বাংলাদেশ অধিনায়ক। শেষ দুই ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘সিরিজে ঘুরে দাঁড়াতে হলে আমাদের নিজেদের সেরা পর্যায়ে থাকতে হবে। আমরা পরের দুইটি ম্যাচ খেলব নতুন ভেন্যুতে। আশা করি সেই ভেন্যু আমাদের সঙ্গে মানানসই হবে। আমাদের এখন পরের দুই ম্যাচের দিকে তাকাতে হবে।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ তাদের জাত চিনিয়েছে আরো আগেই। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সাকিব-তামিমরা নড়বড়ে অবস্থানে আছেন। কুড়ি ওভারের ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। এর আগে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ধবলধলাই হয়েছিল টাইগাররা। আফগান সিরিজ থেকে টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি স্টিভ রোডসের শিষ্যরা। তবে অবশ্যই ফ্লোরিডার ম্যাচে জয় দিয়ে ফিরতে চাইবে সাকিব-তামিমরা।

সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বিশাল হারের লজ্জা পেতে হয়েছিল টাইগারদের। সেই হারের দায় অবশ্য শিকার করে নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সাকিব বলেন, ‘আমরা খেলার শুরুতে উইকেট হারিয়েছি। যা পরবর্তিতে আমাদের ভুগিয়েছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। বড় কোনো জুটি গড়তে পারিনি। আমার ও লিটনের একটা জুটি হয়েছিল; তাও বড় করতে পারিনি। পাওয়ার প্লের শেষ ওভারে পর পর দুই বলে আউট হওয়াটা দল জন্য বড় একটা ধাক্কা ছিল।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টোয়েন্টি সিরিজ,ওয়েস্ট ইন্ডিজ সফর,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist