reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুলাই, ২০১৮

৫ জানুয়ারি থেকে বিপিএলের ষষ্ঠ আসর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হবে ২০১৯ সালের জানুয়ারি মাসে। জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের এবারের আসর নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের পরবর্তী আসর এবং শেষ হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে অক্টোবরে প্লেয়ার ড্রাফট হবে।

ক্রিকেট বোর্ডের এই পরিচালক আরও বলেন, জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। সেই নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে মিল রেখে ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। তবে কোনো কারণ জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে, বিপিএলও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ,বিপিএল,বিসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist