reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুলাই, ২০১৮

তামিম-সাকিব জুটিতে রানে ফিরছে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে নেমেই দ্বিতীয় ওভারেই এনামুল হক আউট হয়ে গেছেন।

এদিকে খেলা শুরুর পর ম্যাচের ৪.৪ ওভারে এসে গায়ানায় বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। বৃষ্টি শেষে আবার মাঠে নেমেছে তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এরপর এ দু'জনের ব্যাটে ২৬ ওভারের মাথায় শত রানে পৌছায় বাংলাদেশ। তামিম ইকবাল ৯৫ বলে ৫৫ রান করে ব্যাট করছেন। এছাড়া সাকিব ৭০ বলে ৫৫ রান করে ব্যাটিং করছেন। তাদের দু'জনের জুটিও হয়েছে শতরানের। দু’জনই হাফ সেঞ্চুরি করেছেন।

বর্তমানে বাংলাদেশে ২৮ ওভার শেষে ১২০ রানে ব্যাট করছে বাংলাদেশ।

এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ দলে এই ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারেননি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না তিনি।

ওদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দে রাসেল। দীর্ঘ প্রায় তিন বছর পরে আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে নামছেন তিনি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলবেন আনামুল হক। প্রস্তুতি ম্যাচে অর্ধ শতকের দারুণ এক ইনিংস খেললেও দলে জায়গা হয়নি লিটস দাসের। তার বদলে দুইয়ে ব্যাট করতে দেখা যাবে সাব্বির রহমানকে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, মেহেদী মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, ইভান লু্ইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাউয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, আসলি নার্স, আলজারি জোসেপ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,ওয়েস্ট ইন্ডিজ,তিন ম্যাচ ওয়ানডে সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist