রেকর্ড গড়ে হাজারি ক্লাবে ফখর জামান
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৪:২১ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:৩৫


সবচেয়ে কম ম্যাচ খেলে (১৮) এক হাজার রান পূর্ণ করলেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেন স্যার ভিভ রিচার্ডসকে। ভিভ রিচার্ডস ২১ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে তার ১ হাজার রান পূর্ণ করেন।
১৯৮০ সালের ২২ জুন ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি এ রেকর্ড গড়েন। দীর্ঘ ৩৮ বছর পর এ রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ফখর জামান।
২১ ইনিংস খেলে এক হাজার রান পূর্ণ করেছেন আরও চারজন। ইংল্যান্ডের কেভিন পিটারসন, জনাথন ট্রট, কুইন্টন ডি কক, বাবর আজম। তবে ফখর জামান এদের ছাড়িয়েছেন অন্য এক রেকর্ডে। যে ক্লাবে তিনিই একমাত্র সদস্য।
পিডিএসও/হেলাল