reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৮

জ্যামাইকায় প্রস্তুতি ম্যাচে টাইগারদের জয়

টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের পর ২২ জুলাই থেকে শুরু হবে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের যাত্রা। ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে গতকাল সাবিনা পার্কে ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের মুখোমুখি হয় বাংলাদেশে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তায় একমাত্র প্রস্তুতি ম্যাচে পার্কে ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশকে চার উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশ আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিন বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ইউনিভার্সিটিজ অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত উইকেট শিকার করতে থাকেন। গেইলকে ফেরানোর পর শিকার করেন আরও তিন উইকেট।

সপ্তম উইকেটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। ওটলি এবং হজ যোগ করেন ৯০ রান। তাদের জুটিতে লড়াই করার পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। ৪৫তম ওভারে হজকে তাদের জুটি ভাঙেন রুবেল। অপরপ্রান্ত আগলে রেখে ৫৮ রানের ইনিংস খেলেন ওটলি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রানে পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক ৪টি ও রুবেল ৩টি উইকেট লাভ করেন।

২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর শান্ত ও লিটনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম ওভারে দলীয় ১০১ রানের মাথায় পাওয়েলের বলে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ১ উইকেটে ১০১ থেকে ১২৭ রানে ৪ উইকেট হয়ে যায় বাংলাদেশের।

পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম। এ জুটি থেকে আসে ২৯ রান। দলীয় ১৫৬ রানের মাথায় সিয়ারলেসের বলে বোল্ড হন সৈকত। অন্যপ্রান্ত আগলে রাখেন মুশফিকুর রহিম। সৈকতের বিদায়ের পর ক্রিজে ফেরত আসেন লিটন দাস। দুজন মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান জয়ের পথে। ৬১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন লিটন দাস। মুশফিকুর রহিম ৫০ বলে তার অর্ধশতক পূরণ করেন। ষষ্ঠ উইকেটে ৫৭ রান তুলেন লিটন ও মুশফিক। ৭০ রান করা লিটন দাস হজের বলে ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে ফিরলে মিরাজকে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন মুশফিক। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুশফিকুর রহিম,প্রস্তুতি ম্যাচ,বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist