reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুন, ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্বের উল্লেখযোগ্য পরিসংখ্যান

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলো গতরাতে। ২১তম ফুটবল বিশ্বকাপে ৮টি গ্রুপে ৪টি করে দল অংশ নিয়েছে। গ্রুপ পর্ব শেষে ১৬টি দল প্রি-কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি ১৬টি দল বিদায় নিয়েছে। এবার গ্রুপ পর্বে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হল। এই পর্বের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যানের দিকে চোখ বুলানো যাক:-

সর্বোচ্চ উপস্থিতি : রাশিয়া-সৌদি আরব ম্যাচে (৭৮,০১১ জন দর্শক)। সর্বনিম্ন উপস্থিতি : মিশর-উরুগুয়ে ম্যাচে (২৭,০১৫ জন দর্শক)। বড় ব্যবধানে জয় : ইংল্যান্ড ৬-১ গোলে হারায় পানামাকে। এক ম্যাচে সবচেয়ে বেশি গোল : ৭টি (ইংল্যান্ড-পানামা এবং বেলজিয়াম-তিউনিশিয়া)। সর্বোচ্চ গোলদাতা: হ্যারি কেন (ইংল্যান্ড) ৫টি। লাল কার্ড : ৩টি। হলুদ কার্ড : ৬০টি। আসরের মোট গোল : ১২২টি। ম্যাচ প্রতি গোলের গড় : ২.৫৪। হ্যাট্টিক : ২টি (পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও ইংল্যান্ডের হ্যারি কেন)। সর্বোচ্চ দলীয় গোল : বেলজিয়াম। সর্বোচ্চ আক্রমণকারী দল : জার্মানি (২৫২টি)। সর্বোচ্চ পাস: স্পেন (২০৮৯টি)। সবচেয়ে বেশি পাস (ব্যক্তিগত) : টনি ক্রুস (জার্মানি) (৩১০টি)। বেশি সেভ: গিলর্মো ওচোয়া (মেক্সিকো) (১৭টি)।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরিসংখ্যান,গ্রুপ পর্ব,বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist